তুরস্কে ২ মন্ত্রণালয়ের ৮৫ কর্মীকে গ্রেফতারের নির্দেশ

 

turkey

তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তদন্তের অংশ হিসেবে শিক্ষা ও জ্বালানি মন্ত্রণালয়ের ৮৫ জন কর্মীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির প্রসিকিউটররা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায় তুর্কি কর্তৃপক্ষ। ইতোমধ্যে গত বছরের এই অভ্যূত্থানের তদন্তকাজের অংশ হিসেবে ৫০ হাজার জনকে গ্রেফতার করেছে তুর্কি সরকার।

গত বছরের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার নেপথ্যে ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের তুর্কি সরকার। ওই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য শুরু থেকেই গুলেনকে দায়ী করে আসা হচ্ছে। ১৯৯৯ সাল থেকে গুলেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নির্বাসনে থেকেই তিনি ‘হিজমেত’ নামক একটি আন্দোলন পরিচালনা করেন। ২০১৩ সালে দুর্নীতিবিরোধী আন্দোলন চলাকালে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার পার্টির  নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে গুলেনপন্থীরা। ফেতুল্লাহ গুলেনের অনুসারী হওয়ার অভিযোগে তুরস্কের পুলিশ বাহিনীর ৯হাজারেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

/এমএইচ/