সিরিয়ার কারাগারে হত্যাকাণ্ড গোপন করতে ‘লাশ পোড়ানোর চুল্লি’!

স্যাটেলাইটে ধারণ করা ছবিসিরিয়ায় সামরিক কারাগারের বন্দি হত্যার তথ্য গোপন করতে ক্রিমেটোরিয়াম  বা ‘লাশ পোড়ানোর চুল্লি’ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফ নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী স্টুয়ার্ট জোনস বলেন, ‘২০১৩ সালের পর সিরিয়ান সরকার সেডনায়া কমপ্লেক্সে কিছু পরিবর্তন আনে। আমাদের বিশ্বাস সেটা লাশ পোড়ানোর চুল্লি।’

এসময় স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিও দেখান তিনি। সেখানে দামেস্কের উত্তরে একটি সামরিক কারাগার দেখা যায়। ওই ছবিটি স্যাটেলাইটে ২০১৫ সালে ধারণ করা হলেও তা এতো দেরি করে কেন প্রকাশ করা হলো সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ছবিতে দেখা যায়, সেডনায়া কমপ্লেক্সের ছাদের বরফ গলে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ক্রিমেটোরিয়ামের উত্তাপের কারণেই এমনটা হয়েছে।

এ ব্যাপারে তাদের কাছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও মানবাধিকার সংস্থার নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলেও দাবি করেন জোনস।

তিনি দাবি করেন, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো বন্দিকে ফাঁসিতে ঝোলানো হয়। তবে ঠিক কতজন মারা গেছেন সেই বিষয়ে নিশ্চিত করেননি তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট সামনে এনে জোনস আরও বলেন, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেডনায়ায় ৫ হাজার থেকে ১১ হাজার মানুষ মারা যায়। আর সেসময় ৬৫ হাজার থেকে ১ লাখ ১৭ হাজার ব্যক্তিকে গ্রেফতার করে আসাদ সরকার।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘আসাদ সরকার ভ্রষ্টাচারের সীমা অতিক্রম করেছে। আর এটা অবশ্যই রাশিয়া ও ইরানের সমর্থনেই হয়েছে।’

তবে নতুন এই অভিযোগ সম্পর্কে সিরিয়ার সরকারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/এফইউ/