যুক্তরাষ্ট্র সফরে এরদোয়ান

বিমানবন্দরে সস্ত্রীক রজব তাইয়্যেব এরদোয়ানসস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার এ সফর। ১৬ মে ২০১৭ মঙ্গলবার ওয়াশিংটনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান শতাধিক তুর্কি নাগরিক। এ সময় এরদোয়ানের পক্ষে স্লোগান দেন।

এরদোয়ানকে স্বাগত জানাতে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তার্কিশ-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটির কো-চেয়ার গুনাই অভুন। তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে এখানে একত্রিত হয়েছি। আমরা বিভাজনকে অতিক্রম করেছি।

এরদোয়ানের এ সফরের সপ্তাহখানেক আগেই সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে মার্কিন অস্ত্র সরবরাহের অনুমোদন দেন ট্রাম্প। এ গোষ্ঠীকেকে সন্ত্রাসী সংগঠন ও তুরস্কের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আঙ্কারা। ফলে  মঙ্গলবার এরদোয়ান-ট্রাম্প শীর্ষ বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেন-কে তুরস্কে ফেরত পাঠানোর ব্যাপারেও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন এরদোয়ান। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে আঙ্কারা। সূত্র: আল জাজিরা।

/এমপি/