ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪২

বিক্ষোভভেনেজুয়েলায় ছয় সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে মঙ্গলবার আরও তিনজন নিহত হয়েছেন। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সীমান্ত রাজ্য তাচিরায় এক গাড়িচালককে গুলি করে হত্যার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। মধ্যাঞ্চলীয় রাজ্য বারিনাসে ১৭ বছরের এক কিশোর বিক্ষোভ চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। রাজ্যের প্রসিকিউটর দফতরের এক কর্মকর্তা জানিয়েছে, ‘হঠাৎ করে একদল লোক এসে গোলাগুলি শুরু করে। তারা ওই অজ্ঞাত কিশোরের মাথায় আঘাতও করে।’ 

কর্তৃপক্ষ জানিয়েছে, অপর এক ব্যক্তি সান আন্তোনিওতে নিহত হয়েছেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

এক বিক্ষোভকারী মলোটভ ককটেল ছুড়ছে

সোমবার বিরোধী দল সড়ক অবরোধ করে রাস্তার দখল নিয়ে নিলে সরকারি পক্ষের সমর্থকদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ।

২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কাপ্রিলেসকে হারিয়ে জয়ী হন বামপন্থী নিকোলাস মাদুরো। গত মাসে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপ্রিলেসকে মিরান্দা রাজ্যের গভর্নরের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার দাবি এ বহিষ্কারাদেশ ‘অসাংবিধানিক’।

নিকোলাস মাদুরো

গত ২৯ মার্চ বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টের ক্ষমতা সুপ্রিম কোর্ট নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর তিনদিন পর ওই রায় পরিবর্তন হলেও সংঘর্ষ থামানো যায়নি।

দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকটের জেরে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গত ছয় সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে। ২০১৪ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ এটি।

/এসএ/