গোপনে এভারেস্টে আরোহণের সময় যুবক গ্রেফতার

রায়ান সিন ডেভিকোনও রকম ফি না দিয়ে গোপনে এভারেস্টে ওঠার সময় এক পর্বতারোহীকে গ্রেফতার করেছে নেপালের পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আটককৃত ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাসিন্দা। ৪৩ বছরের ওই ব্যক্তির পর্বতারোহীর নাম রায়ান সিন ডেভি। বুধবার তাকে আদালতে তোলার কথা রয়েছে। সেখানে তার মোটা অঙ্কের জরিমানা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এভারেস্ট পর্বতমালায় উঠতে হলে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১১ হাজার ডলার ফি দিতে হয়।

রায়ান সিন ডেভি-র নেপালি বন্ধুরা জানিয়েছেন, এরইমধ্যে তিনি পর্যটন দফতরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

তারা জানান, রায়ান সিন ডেভি একজন চমৎকার মানুষ। অর্থকড়ি অর্থ না থাকার কারণে রায়ান সিন ডেভি হেঁটে বেড়ান। এখন নেপাল পুলিশের হাতে গ্রেফতারের পর তার শাস্তি বা পরিণতির কথা ভেবে তারা উদ্বিগ্ন।

এভারেস্টের ২৪ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠেছিলেন রায়ান সিন ডেভি। সেখানেই টহলরত নেপালের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন তিনি। এভারেস্টে ওঠার অনুমতি না থাকায় নিরাপত্তারক্ষীরা তার পাসপোর্ট জব্দ করে।

কোনও রকম সাহায্য ছাড়া একা এভারেস্টে উঠার নজির খুবই বিরল। পর্বতারোহীদের প্রায় সবাই এভারেস্টে ওঠার সময় একজন গাইড বা পথ প্রদর্শক সঙ্গে নিয়ে যান। এছাড়া তাদের সঙ্গে নানা ধরনের যন্ত্রপাতিও থাকে।

রায়ান সিন ডেভি বলেছেন, কোনও অনুমতি ছাড়াই তার এভারেস্টে উঠার চেষ্টার ফলাফল কী হবে, সে সম্পর্কে তার জানা নেই।

এভারেস্টে ওঠার জন্য পর্বতারোহীদের যে ফি দিতে হয় তা নেপালের আয়ের একটি বড় উৎস। অনেকে মনে করেন, রায়ান সিন ডেভি-কে গ্রেফতারের মাধ্যমে নেপালের কর্তৃপক্ষ একটি কড়া বার্তা দিতে চাইছে। এর মাধ্যমে তারা অন্য পর্বতারোহীদের বোঝাতে চাইছে যে, ফি না দিয়ে এভারেস্টে উঠার চেষ্টা করলে শাস্তি পেতে হবে। সূত্র: বিবিসি।

/এমপি/