অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নিহত

nonameপশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী এক ইহুদির গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৮ মে বৃহস্পতিবার নিহত হওয়া ২৩ বছরের ওই ব্যক্তির নাম মৌতাজ বানি শামসাহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

২০১৭ সালের ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেছেন ইসরায়েলের কারাগারে থাকা এক হাজার ৫০০ ফিলিস্তিনি রাজবন্দি। কারাগারে মৌলিক অধিকার আদায় এবং বিদ্যমান মানবেতর পরিস্থিতি উন্নয়নের দাবিতে তারা এই অনশন শুরু করেন। অনশনরত বন্দিদের সমর্থনে বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুসে এক বিক্ষোভে অংশ নেন একদল ফিলিস্তিনি বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীদের প্রতি গুলি ছোড়ে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। গুলিতে ফিলিস্তিনি নিহত হন মৌতাজ বানি শামসাহ।

বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে এক ফিলিস্তিনি সাংবাদিকও আহত হন। বসতি স্থাপনকারীদের ছোড়া গুলি তার গিয়ে বাহুতে লাগে। আহত সংবাদমকর্মীর নাম মাজদি ইশতিয়া। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি’র একজন ফটোগ্রাফার।

এর আগে গত ১২ মে পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হন। সাবা নিদেল ওবায়েদ নামের ওই তরুণের বয়স ২০ বছর। ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবিতে এক বিক্ষোভের ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে তিনি নিহত হন। সূত্র: আল জাজিরা।

/এমপি/