মার্কিন সামরিক বিমানের পাশ ঘেঁষে উড়ে গেল দুই চীনা যুদ্ধবিমান

চীনা যুদ্ধবিমানমার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় দু’টি সুখোয় এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান বিপজ্জনকভাবে ডব্লিউসি-১৩৫ মডেলের একটি মার্কিন সামরিক বিমানের পাশ ঘেঁষে উড়ে গেছে। এ ঘটনাকে মার্কিন সেনাবাহিনী ‘অপেশাদারিত্ব’ বলে উল্লেখ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, বিমানটির মাত্র ৪৫ মিটার দূর দিয়ে উড়ে যায় দুটি চীনা যুদ্ধবিমান।

চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সহযোগিতায় ওই বিমানটি তখন আন্তর্জাতিক আকাশসীমায় তেজষ্ক্রিয়তার মাত্রা পরিমাপ করছিল। এটিকে নিয়মিত টহল বলে উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী। চলতি বছরের ফেব্রিয়ারি থেকে ওই মার্কিন বিমানটি পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিয়ে আসছে।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লরি হজ জানান, ‘যথাযথ কূটনৈতিক ও সামরিক পথে চীনকে এ সম্পর্কে জানানো হয়েছে।’

চীন সাগরে মার্কিন উপস্থিতিকে বেইজিং সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করে। চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীন সাগরে সামরিক উপস্থিতি রেখেছে।

/এসএ/