ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে না সুদান

খার্তুমে ফিলিস্তিনিদের সমর্থনে সুদানিদের সমাবেশসুদানি তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আহমেদ ওসমান জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন না। আরবি সংবাদমাধ্যম কুদস প্রেসের বরাত দিয়ে মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সুদানের ওপর ২০ বছর ধরে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে। বেশ কয়েকটি আরব ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ওই মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে সুদানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছিল।

তবে সংবাদমাধ্যমের এ দাবি অস্বীকার করে সরকারি মুখপাত্র আহমেদ ওসমান বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ বা অন্য কেউ আমাদের সামনে কোনও শর্ত রাখেনি।’  

ওসমান বলেন, ‘১৯৫৬ সালে আমাদের স্বাধীনতার সময় থেকেই ইসরায়েলের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আর প্রকৃত মালিকরা তার অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এতে পরিবর্তন আসার কোনও পরিবর্তন আসবে না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি আমাদের কর্মসূচিতে নেই। এটা এটা কিছু মানুষের অলীক চিন্তা। এ নিয়ে দেশের ভেতরে বা বাইরে থেকে কেউ কোনও প্রস্তাব দেয়নি।’

/এসএ/