এক সপ্তাহে এভারেস্টে ৩ পর্বতারোহী নিহত, নিখোঁজ ১

 

এভারেস্টএভারেস্টে সপ্তাহান্তে তিন পর্বতারোহী মারা গেছে। নিখোঁজ রয়েছেন একজন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। এদিকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিতরা বার্তা সংস্থা এএফপিকে জানান, ৮ হাজার ৮শ’ ৪৮ মিটার উঁচু পর্বতটি থেকে বেশ কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

এই তিন জনকে নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচ জন আরোহী পর্বতারোহণে এসে জীবন হারালেন। বৈরী আবহাওয়া, শক্তিশালী বাতাস ও অস্বাভাবিক ঠাণ্ডা আবহাওয়াকেই এই প্রাণহানির জন্য দায়ী করা হচ্ছে।
নেপালের পর্যটন বিভাগ নিশ্চিত করেছে,  রবিবার স্লোভানিয়ার এক পর্বতারোহীকে এভারেস্ট শৃঙ্গ থেকে মাত্র কয়েকশ মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে। একই এলাকায় প্রাণ হারিয়েছেন মার্কিন পর্বতারোহী রোনাল্ড ইয়ারউড। আর বলে তিব্বত মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলীয় পর্বতারোহী এভারেস্টের তিব্বতের দিক দিয়ে উঠতে গিয়ে জীবন হারিয়েছেন।
চতুর্থ পর্বতারোহী শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। পর্বতশৃঙ্গে ওঠার কিছুক্ষণ পরই তিনি নিখোঁজ হন। তার নেপালী গাইডকে ৪ নম্বর ক্যাম্পে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।

/বিএ/