টেলিভিশনের ভিডিওতে ম্যানচেস্টার কনসার্টের হামলা

 manchester 2

যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনায় ওই কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে কনসার্ট ভেন্যু থেকে বেরিয়ে আসেন। তবে শিল্পী আরিয়ানা গ্রান্ডে অক্ষত রয়েছেন।
ম্যানচেস্টারে পপ কনসার্টের ওই জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এই হামলাকে জঙ্গি হামলা হিসেবেই দেখছে পুলিশ। এই হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আর লেবার নেতা জেরেমি করবিন।

সেই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক এনটিডি টেলিভিশন চ্যানেল। তাদের ভিডিওতে দেখা যায় কনসার্টে আগত দর্শকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে।

 /এমএইচ/বিএ/