আনুষ্ঠানিকভাবে আইএসবিরোধী জোটে অংশ নিচ্ছে ন্যাটো

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গআনুষ্ঠানিকভাবে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী জোটে অংশ নিচ্ছে পশ্চিমা সামরিক ন্যাটো। জঙ্গিদের পরাস্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠের লড়াইয়ে অংশ নেবে না ন্যাটো সেনারা। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

ন্যাটো মহাসচিব জানান, বৃহস্পতিবার সংস্থাটির নেতারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। এতে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে ন্যাটোর অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ থাকবে।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যাটোর প্রতিশ্রুতির ব্যপারে একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা। তবে এটার মানে এই নয় যে, ন্যাটো রণাঙ্গনের লড়াইয়ে অংশ নেবে। সূত্র: আল জাজিরা।

/এমপি/