শনিবার থেকে সৌদি আরবে রোজা শুরু

শনিবার সৌদি আরবে রোজা শুরু, চলছে কেনাকাটাবৃহস্পতিবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে রোজা রাখা শুরু হবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।  

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর সদস্য খালিদ আল-জাক একাধিক টুইট বার্তায় জানিয়েছেন, বৃহস্পতিবার এই বছরের রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে রমজান মাস শুরু। রোজা শেষও হবে শনিবার। এবার রমজান মাস হবে ২৯ দিনে। এবার রমজান মাসে চারটি শুক্রবার থাকবে।  

সংযুক্ত আরব আমিরাতেও শনিবার থেকে রোজা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার কোথাও চাঁদ না দেখা যাওয়ায় শনিবার থেকে প্রথম রমজান শুরু হবে।

কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও টুইট বার্তায় জানিয়েছে, তাদের দেশে চাঁদ দেখা যায়নি। কুয়েতের সঙ্গে ইয়েমেন, বাহরাইন, ইরাক, লেবানন ও ঘানাতেও  শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

/এসএ/