চীন সীমান্তের কাছে চালু হলো ভারতের দীর্ঘতম সেতু

ছবি: টুইটারচীন-ভারত সীমান্তের কাছে চালু হয়েছে ভারতের দীর্ঘতম ধলা-সাদিয়া সেতু। ব্রহ্মপুত্র নদীর ওপর ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুটিতে তিনটি পৃথক লেন রয়েছে। এটি চালু হওয়ার ফলে ভারতের আসাম ও অরুণাচল রাজ্যের মধ্যে যাতায়তের সময় ৫ ঘণ্টা কমে আসবে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন।

আসামের পূর্বাঞ্চলীয় তিনসুকিয়া জেলায় এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মোদি সরকার নিজের তৃতীয় বর্ষপূতি উদযাপন শুরু করলো। শুধু আসাম-অরুণাচলের মধ্যে যাতায়াতের সময় কমে যাওয়া নয়, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সেতুর ওপর দিয়ে ৬০ টন ওজনের ব্যাটল ট্যাঙ্ক চলাচল করতে পারবে। ধলা-সাদিয়া ব্রহ্মপুত্রের দুই পারের দুই অঞ্চল। সেতটিু এই দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

২০১১ সালে সেতুটি তৈরির কাজ শুরু হয়েছিল। কেন্দ্রে তখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। সেতু তৈরিতে ২ হাজার ৫৬ কোটি রুপি ব্যয় হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনে এর ওপর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিশাল ব্যাটল ট্যাঙ্কগুলো দ্রুত চীন সীমান্তের দিকে যাত্রা করতে পারে। সূত্র: এনডিটিভি।

/এফইউ/এমপি/