ভূমধ্যসাগরে শরণার্থীদের প্রাণহানি দেড় হাজার ছাড়িয়েছে

২০১৭ সালে ভূমধ্যসাগরে শরণার্থীদের প্রাণহানির সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। শুক্রবার জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম)-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রতিবেদনে বলা হয়, এ বছর সাগরপথে ৬০ হাজার ৫২১ জন শরণার্থী ইউরোপে প্রবেশ করেন। এদের মধ্যে ৮০ শতাংশের বেশি প্রবেশ করেন ইতালিতে। বাকিরা গ্রিস, সাইপ্রাস ও স্পেনে প্রবেশ করেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত দেশটিতে পৌঁছেছে ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাশী।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, গত ৭২ ঘন্টায় আরো প্রায় ৬ হাজার মানুষকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।

noname

জীবন-জীবিকার তাগিদে প্রতিনিয়ত স্বপ্নভূমির উদ্দেশে দেশ ছাড়েন বিপুল সংখ্যক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসেন বহু শরণার্থী। একদিকে উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। অন্যদিকে অধিকতর ভালো জীবনের সন্ধানে মানব পাচারকারীদের শিকারে পরিণত হন আরও বহু মানুষ।

২০১৫ সালের ২ সেপ্টেম্বর তুরস্কের উপকূলে সন্ধান মেলে আয়লান নামের এক সিরীয় শিশুর মৃতদেহ। সমুদ্রের উত্তাল ঢেউয়ে নিথর পড়ে থাকা শিশু আয়লান কুর্দির নাম শুনলে এখনও স্তব্ধ হয়ে যান অনেকে। ছোট নৌকায় থাকা আয়লান ও তার ভাই ভেসে যায় তুরস্কের সৈকতে। তাদের মা ভেসে যান দূরের অন্য এক সৈকতে। এখনও জীবনের ঝুঁকি নিয়ে সপরিবারে সাগরে ভাসছেন বহু আয়লান কুর্দি। সূত্র: সিনহুয়া, বিজনেস স্ট্যান্ডার্ড।

/এমপি/