মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত ফিলিপাইনের

nonameমাওবাদী বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ফিলিপাইন। শনিবার নেদারল্যান্ডসে বিদ্রোহীদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা বাতিলের ঘোষণা দেন সরকার পক্ষের আলোচকরা। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী 'নিউ পিপলস আর্মি' (এনপিএ)-র পক্ষ থেকে দেশজুড়ে হামলা জোরদারের প্রেক্ষিতে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতেও আরেকটি শান্তি আলোচনা ভেস্তে যায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রায় ৫০ বছর ধরে ফিলিপাইনের ভূখণ্ডে এক স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে এনপিএ। সরকারি বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘ লড়াইয়ে উভয় পক্ষের ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় তাদের নাম রয়েছে।

দীর্ঘ এ সংঘাত থামাতে নরওয়ের মধ্যস্থতায় আলোচনায় সম্মত হয় উভয় পক্ষ। তবে বিদ্রোহীদের তৎপরতা জোরদারের মুখে সে আলোচনাও ভেস্তে গেলো।

নেদারল্যান্ডসের আলোচনায় এনপিএ-র রাজনৈতিক শাখা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের সঙ্গে ফিলিপাইন সরকারের আলোচনায় বসার কথা ছিল। ফিলিপাইনের প্রেসিডেন্টের উপদেষ্টা জেসাস দুরেজা বলেন, সরকার আলোচনা স্থগিত করেছে। কারণ বিদ্রোহীরা প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে-র শান্তি আলোচনায় সায় দেয়নি।

/এমপি/