আবারও উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, এবার ‘টার্গেট’ জাপান

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা

তিন সপ্তাহের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের দাবি, মিসাইলটি তাদের অর্থনৈতিক অঞ্চলে পতিত হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্কাড মিসাইলটি ৪৫০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে সমুদ্রে পতিত হয়। এই নিয়ে টানা তিন সপ্তাহে তিনটি পরীক্ষা চালালো তারা। সাম্প্রতিক এই পরীক্ষার বিরোধীতা করেছে জাপান। তাদের দাবি মিসাইলটি তাদের অর্থনৈতিক অঞ্চলে পতিত হয়েছে।

বিশ্লেষকরা জানান, এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যুদ্ধের জন্য নিজেদের আরও সক্ষম করে তুলছে উত্তর কোরিয়াকে। বিবিসি জানিয়েছেন, রাশিয়ার তৈরি করা প্রচুর স্কাড মিসাইল মজুদ রয়েছে উত্তর কোরিয়ার কাছে। এই মিসাইলগুলো ১ হাজারে কিলোমিটার পাড়ি দিতে সক্ষম।

এর আগের দুটি ক্ষেপণাস্ত্রও দূরপাল্লার ছিল। দুটো পরীক্ষাই সফল ছিল বলে দাবি করেছে উত্তর কোরিয়া। চলতি বছর বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ তোপের মুখে রয়েছে দেশটি। তারপরও নিজেদের পরীক্ষা থামায়নি তারা। গত মাসে তাদের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়। ধারণা করা হয় দেশটির কাছে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছর দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়ার দাবি, মার্কিন আগ্রাসন রুখতে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জরুরি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আভাস দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত থাকবে।

/এমএইচ/