বাংলাদেশে এতিমখানা তৈরি করবে কাতার

Qatar Charity launches Bangladesh [qatarisbooming.com]

বাংলাদেশে একটি এতিমখানা তৈরি করবে কাতারভিত্তিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ৫০০ এতিমের জন্য ছয়তলা বিশিষ্ট এতিমখানা গড়ে ‍তুলবেন তারা। সেখানে ১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে এমন স্কুলও তৈরি করা হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ টাইমসের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমদে বিন মোহাম্মদ আল দেহাইমির বলেন, এই সেন্টার খুবই গুরুত্বপূর্ণ। এতে করে এতিমরা জ্ঞান আরোহনের সুযোগ পাবে। কাতার চ্যারিটির এই সেন্টারে দূতাবাসও সহায়তা করবে। কাতার ও বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ হবে।

কাতার চ্যারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলি রশিদ আল মোহাম্মাদ বলেন, এই সেন্টারর মাধ্যমে বাংলাদেশিদের মানবিক সহায়তা করলো কাতার। এটা দেশের অন্যতম বৃহত্তম ওয়েলফেয়ার সেন্টার হবে। েএতিমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়াশোনা করতে পারবে। এছাড়া মৌলিক চাহিদাগুলোও নিশ্চিত করার চেষ্টা করা হবে।

সূত্র: গালফ টাইমস

/এমএইচ/