আবারও বর্ষসেরা ওয়েবসাইট আল জাজিরা

আল জাজিরার ডিজিটাল ডিভিশনবর্ষসেরা ওয়েবসাইট এবং ব্রেকিং নিউজ কাভারেজসহ ছয়টি ক্যাটাগরিতে ড্রাম অনলাইন মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার (১ জুন) রাতে লন্ডনে আল জাজিরা নেটওয়ার্কের ডিজিটাল ডিভিশনকে এসব সম্মাননা প্রদান করা হয়। ২০১৬ সালে আল জাজিরা ইংলিশ অনলাইন বর্ষসেরা ওয়েবসাইটসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল।

যেসব ক্যাটাগরিতে আল জাজিরা পুরস্কার পেয়েছে তাহল-বর্ষসেরা ওয়েবসাইট, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা নিয়ে ব্রেকিং নিউজ কাভারেজ, চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড, সেরা টুইটার ফিড, সেরা ফটোগ্রাফার, সেরা ব্র্যান্ড ডেভেলপমেন্ট এবং অনুসন্ধানী সাংবাদিকতার গেমিফিকেশন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংবাদ প্রতিষ্ঠানটির অনলাইন ম্যানেজার ইমাদ মূসা বলেন, ‘বর্ষসেরা ওয়েবসাইট হিসেবে আল জাজিরাকে বিবেচনা করাটা আমাদের সবার জন্য সম্মানের। আমাদের লক্ষ্য হলো প্রতিদিন সব প্ল্যাটফর্মে সেরা তথ্য সরবরাহ করা, যেন আমরা সবাই আরেকটু ভালোভাবে আমাদের বিশ্বকে জানতে পারি। আমাদের সেরা সেরা সাংবাদিক আছে, হৃদয়বোধ আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ।’

২০১৬ সালে বর্ষসেরা ওয়েবসাইট, ফটোগ্রাফির সেরা ব্যবহার, সেরা অনলাইন এডিটর এবং সেরা কার্যকরী মিডিয়া টুলকিট হিসেবে পুরস্কার জিতে নিয়েছিল আল জাজিরা। অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে ড্রাম অনলাইন মিডিয়া অ্যাওয়ার্ডকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।

/এফইউ/