বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর টুইটারে সরকারবিরোধী পোস্ট!

খালিদ বিন আহমাদ আল খলিফাবাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আল খলিফার টুইটার অ্যাকউন্ট থেকে শনিবার দেশটির সরকারবিরোধী পোস্ট দেওয়া হয়েছে। এরমধ্যে ছবি ও ভিডিও সম্বলিত পোস্টও রয়েছে। বিষয়টি এমন পর্যায়ে গড়িয়েছে যে, এক পর্যায়ে এ ব্যাপারে একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সন্ত্রাসীরা মন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এ কাজ করেছে। এসব পোস্টের সঙ্গে মন্ত্রীর কোনও সম্পৃক্ততা নেই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এ হ্যাকিং এবং মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী পোস্টের দায় স্বীকার করেছে আল মুখতার ব্রিগেড নামে পরিচিত শিয়াপন্থী একটি শক্তিশালী অনলাইন গ্রুপ।

পরে শনিবার রাতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রী খালিদ বিন আহমাদ আল খলিফার পক্ষ থেকে নিশ্চিত করা হয় ওই টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার কথা বলা হয়েছে।

/এমপি/