আইএসের কথিত রাজধানী রাক্কা পুনরুদ্ধারে শিগগিরই অভিযান

nonameজঙ্গিগোষ্ঠী আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাক্কা শহর পুনরুদ্ধারে শিগগিরই অভিযান শুরু হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি। শনিবার এ ঘোষণা দেন ওয়াইপিজি’র মুখপাত্র নৌরি মাহমুদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কুর্দি বিদ্রোহীদের এ অভিযানে জঙ্গিদের ব্যাপক চাপের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।

নৌরি মাহমুদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওয়াইপিজি যোদ্ধারা এখন শহরের বাইরে অবস্থান করছেন। আগামী কয়েক দিনের মধ্যেই বড় ধরনের অভিযান শুরু হবে।

রাক্কা পুনরুদ্ধারের এই অভিযানের সময়সীমা সম্পর্কে অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের মুখপাত্র কর্নেল রাইয়ান ডিলন। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস-এর সদস্যরা রাক্কা অভিমুখে এগিয়ে যাচ্ছে।

এসডিএফ-এর প্রধান শক্তি ওয়াইপিজি। এটি তুরস্কের কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে-এর সিরীয় শাখা। কুর্দিশ জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত পিকেকে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী। ১৯৮৪ সাল থেকে এ বিদ্রোহে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।

চলতি বছরের মে মাসে ওয়াইপিজি’কে অস্ত্র সরবরাহ শুরু করে যুক্তরাষ্ট্র। ওই সময়ে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের প্রথম চালানের মধ্যে মার্কিন সেনাবাহিনীর ছোট অস্ত্রের বাইরে কিছু যানবাহনও অন্তর্ভুক্ত রয়েছে।

/এমপি/