কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন সমাধান নয়: ইরান

hamid-aboutalebi

মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় কাতারের সঙ্গে আরব বিশ্বের কয়েকটি দেশ ও মিসরের সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত কোনও সমাধান নয় বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির ডেপুটি চিফ অফ স্টাফ হামিদ আবু তালেবি। তিনি বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক ছিন্নের যুগ চলে গেছে। এখন এভাবে কোনও সংকট সমাধান হয় না। আঞ্চলিক সংলাপে বসে এই সমস্যার সমাধান করতে হবে।’

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিসর।

এক টুইটে আবু তালেবি বলেন, ‘যা হচ্ছে সেটা আসলে তরবারির খেলার প্রাথমিক ফলাফল।’ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সৌদি সফরের দিকে ইঙ্গিত করেন। সেই সফরে ট্রাম্প একটি তরবারির নাচে অংশ নেন। ট্রাম্প সেসময় ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ আনেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ/