‘মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধ’ অবসানে কুয়েতের মধ্যস্থতা চায় কাতার

দোহার একটি বিমান বন্দর এলাকার ছবি
কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের সঙ্গে বিরোধ মেটাতে কুয়েতি মধ্যস্থতায় আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে কাতার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কুয়েতের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পর তাতে সাড়া দিয়েছে দেশটি। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন কুয়েতের আমির।

সোমবার জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। সৌদি আরব ও বাহরাইনের ধারাবাহিকতায় মিসর,সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া এবং ইয়েমেন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে। সম্পর্ক ছিন্নকারী দেশগুলো ফ্লাইট চলাচল বন্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপও ঘোষণা করে।

এই প্রেক্ষাপটে কুয়েতের পক্ষ থেকে চলমান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়। আর কাতারের পক্ষ থেকে এ ব্যাপারে সায় দিয়ে বলা হয়, তারা আলোচনায় আগ্রহী।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি আল জাজিরাকে বলেন, ‘স্বচ্ছতা ও সততার সংলাপ চায়’ তার দেশ।  

কাতার এয়ারওয়েজের ছবি
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার খবরে বলা হয়, ‘সরাসরি সংলাপের মধ্য দিয়ে সংকটের নিরসনে’ আগ্রহী কুয়েত।  

উল্লেখ্য,সোমবার (৫ জুন) এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে কাতারের রাজধানী দোহা থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় বাহরাইনের পররাষ্ট্র দফতর। বাহরাইনে নিয়োজিত কাতারের কূটনীতিকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় ওই বিবৃতিতে। সংযুক্ত আরব আমিরাতও কাতারি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যেতে বলেছে।

মিসরের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার সুরক্ষা নিশ্চিতে দেশটি নিজস্ব আকাশসীমা ও সমুদ্র বন্দর দিয়ে কাতারি পরিবহনের প্রবেশ বন্ধ রাখছে। সংযুক্ত আরব আমিরাতের বিমান ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কাতারের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। সৌদি আরবও কাতারের সঙ্গে তাদের সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে আকাশ ও নৌ পথে যান চলাচলও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

/এফইউ/