মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট সমাধানে আগ্রহী ট্রাম্প

 650317aed2414d26b5cb119b56a38169_18

 

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট সমাধানে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতারের আমির শেখ তামিম নি হামাদ আল থানির সঙ্গে ফোনালাপকালে এই কথা জানান ট্রাম্প। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আলাপকালে ট্রাম্প মধ্যপ্রাচ্যে ঐক্যের উপর গুরুত্বারোপ করেন এবং সন্ত্রাসবাদে অর্থায়ন ও উগ্রবাদের প্রচারণা বন্ধ করার জন্য সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানানা।

সোমবার সৌদি আরবসহ ৬টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এই অবস্থায় সংকট সমাধানে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এজন্য হোয়াইট বৈঠকের প্রয়োজন হলেও আয়োজন করতে প্রস্তুত তিনি।

ট্রাম্প জানান, একটি শক্তিশালী গালফ কোঅপারেশন কাউন্সিল ও তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐক্য সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে খুবই জরুরি।

এর আগে মঙ্গলবার সৌদি বাদশা সালমানের সঙ্গেও কথা বলেন ট্রাম্প। তাকেও মধ্যপ্রাচ্যে ঐক্য ধরে রাখার কথা জানান তিনি। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ‘সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আরব বিশ্বের একত্রিত থাকা জরুরি বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

সোমবার জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। সৌদি আরব ও বাহরাইনের ধারাবাহিকতায় মিসর,সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া এবং ইয়েমেন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে। সম্পর্ক ছিন্নকারী দেশগুলো ফ্লাইট চলাচল বন্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপও ঘোষণা করে।

/এমএইচ/