যুক্তরাষ্ট্রের চাপে সামরিক ব্যয় বাড়াচ্ছে কানাডা

4375

যুক্তরাষ্ট্রের চাপে ১০ বছরের মধ্যে সামরিক বাজেট ৭৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে কানাডা। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হারজিত সাজানের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, ২০২৬-২৭ সালে কানাডার সামরিক বাজেট হবে ৩২.৭ বিলিয়ন কানাডিয়ান ডলার। ২০১৬-১৭ যা ছিলো ১৮.৯ বিলিয়ন ডলার।

একদিন আগেই লিবারেল পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছিলেন, বৈশ্বিক ভূমিকা রাখতে কানাডার সামরিক বাজেট বাড়ানো উচিত। তিনি বলেন, কানাডা বিশ্বে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। ৭০ বছর ধরে চলে আসা সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে। আর এটা কাটাতে সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব দেন তিনি।সাজান বলেন, কানাডার ২০ বছর মেয়াদী এই পরিকল্পনা মূলত কানাডা, উত্তর আমেরিকার নিরাপত্তাসহ বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে করা।

জানা যায়, আগের সরকারের পরিকল্পনার ৭৭টি সিএফ-১৮ বিমানের পরিবর্তে ৮৮টি আধুনিক যুদ্ধবিমান কিনবে কানাডা। এজন্য ব্যয় হবে ১৫ থেকে ১৯ বিলিয়ন কানাডিয়ান ডলার। এসময়ে দেশটির মিত্রদের সঙ্গে একত্রে কাজ করবে যুদ্ধবিমানগুলো। সাজান বলেন, সামরিক খাতে ব্যয়ের বৃদ্ধির ফলে ২০২৪-২৫ সারে জিডিপি বাড়বে ১.৪ শতাংশ। এখন এটি ১.২ শতাংশ।

তবে এই বাজেট তাদের পূর্ব পরিকল্পিত বাজেটের চেয়ে অনেক বেশি বাড়বে কিনা সেই প্রশ্নের জবাব দেন নি তিনি। ন্যাটো সদস্যরা সামরিক খাতে ২ শতাংশ বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত মাসে ট্রাম্প তাদের সঙ্গে আলোচনার সময় তারা জানান, আরও ফান্ড দেবেন তারা। সাজানকে জিজ্ঞাসা করা হয় যে এমন পদক্ষেপে ট্রাম্প খুশি হবেন কিনা। জবাবে তিনি বলেন, ‘এটা কানাডার সামরিক নীতি।’

 

/এমএইচ/