ইরান থেকে কাতারকে দূরে থাকতে বললো বাহরাইন

 

download (1)
ইরানের কাছ থেকে কাতারকে দূরে থাকতে ও সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে বাহরাইন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, ‘কাতারের অবশ্যই আমাদের প্রধন শত্রু ইরানের কাছ থেকে দূরে থাকতে হবে এবং সন্ত্রাসের সমর্থনে প্রচারণা বন্ধ করতে হবে।’

সোমবার সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ ছয় দেশ। সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আশরাক আল আওসাত পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা বলেন, কাতারের বিরুদ্ধে চার দেশের অবস্থান একদম পরিষ্কার।

তিনি বলেন, ‘তাদের বুঝতে হবে যে আমাদের সঙ্গেই তাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদর শত্রুদের সঙ্গে নয়। আমাদের শত্রু সবসময় আমাদের আলাদা করতে চায়।’

এছাড়া সমস্যা সমাধানে ‍কুয়েতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি বলেন, তাদের পাশ থেকেও আলোচনার পথ খোলা রয়েছে। তবে কাতার তাদের আচরণ পরিবর্তন করবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

সূত্র: রয়টার্স

/এমএইচ