মধ্যপ্রাচ্য কূটনৈতিক যুদ্ধ নিরসনে কাতারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

download (2)

মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক যুদ্ধ থামাতে ও সমাধান খুঁজতে কাতারে নিজেদের পররাষ্ট্র মন্ত্রীকে পাঠিয়েছে তুরস্ক। বুধবার তিনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘আমরা গালফ কাউন্সিলে কাউকে পার্থক্য করে দেখি না। সবাই আমাদের ভাই। আমরা চাই চলমান সংকট সমাধান করতে। তুরস্ক চায় আরব দেশগুলোর ভ্রাতৃত্ব বজায় থাকুক।’

গত সপ্তাহে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ ৬ দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার।

কাতারের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের। সেখানে তাদের একটি সেনাঘাঁটিও রয়েছে।

সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করার কথা রয়েছে কাভুসোগুলুর।

মিসরে মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে কাতার ও তুরস্কের বিরুদ্দে।

সৌদি আরবের নেতৃত্বে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। পরে এতে যোগ দেয় মৌরিতানিয়া এবং সেনেগাল। জর্দান ও জিবুতি কূটনৈতিক সম্পর্ক সীমিত রেখেছে কাতারের সঙ্গে। আরব আমিরাত, সৌদি আরব ও বাহরাইন তাদের জল, স্থল এবং আকাশ সীমাও বন্ধ করে রেখেছে কাতারের সঙ্গে। আর এর ফলে সাম্প্রতিক সময়ে গালফ অঞ্চলে সবচেয়ে বড় কূটনৈতিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

/এমএইচ