আল জাজিরার আরবি ভাষার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

আল জাজিরা
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কারণে শনিবার (১৭ জুন) সকাল থেকে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চলমান উত্তেজনার মধ্যেই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করা হলো। অবশ্য, আল জাজিরার অন্য ভাষার টুইটার অ্যাকাউন্টগুলো এখনও সচল আছে। আরবি ভাষার ব্রেকিং নিউজের অ্যাকাউন্টটিও চালু রয়েছে।  

টুইটার অ্যাকাউন্টটিতে অনুসারীর সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ। জাতীয় সম্প্রচার মাধ্যমের এতো বেশি অনুসারীবিশিষ্ট টুইটার অ্যাকাউন্ট বন্ধের ঘটনা খুব বিরল।

টুইটারের নিয়ম অনুযায়ী, তিনটি কারণে কোনও অ্যাকাউন্ট বন্ধ করা যায়। তাহল-স্পাম পোস্ট করা, হ্যাক হওয়া, অন্যদের হুমকি প্রদানসহ খারাপ ব্যবহার করা।

আল জাজিরার ক্ষেত্রে কোনও কারণ উল্লেখ করা হয়নি। আল জাজিরা বলেছে তারা অ্যাকাউন্টটি আবারও সচল করার চেষ্টা করছে।

/এফইউ/