আরও ২ আইএস নেতা হত্যার দাবি রাশিয়ার

download

জঙ্গি গোষ্ঠী আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির পর আরও সংগঠনটির আরও দুই শীর্ষ পর্যায়ের নেতাকে হত্যার দাবি করেছে রাশিয়া। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আবু ওমর আল-বেলজিকি ও আবু ইয়াসিন আল মাসারি নামে দুই আইএস ফিল্ড কমান্ডারকে হত্যা করেছে তারা। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ২৮ মের বিমান হামলায় নিহত ১৮০ জঙ্গির মধ্যে ওই দুই আইএস নেতাও ছিলো। এর আগে শুক্রবার এক বিবৃতিতে তারা দাবি করেছিলেন যে আইএস নেতা আবু বকর আল বাগদাদিও নিহত হয়ে থাকতে পারেন।

বিবৃতিতে বলা হয়, ২৮ মে সিরিয়ার রাক্কায় আইএসের  এক কাউন্সিলে বিমান হামলা চালায় রাশিয়া। সেই হামলায় ৩০০ জন আইএস সেনা হত্যার দাবি করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ধারণা এই হামলায় বাগদাদিও মারা যেতে পারেন।

বাগদাদে বসবাস করা মধ্যপ্রাচ্যভিত্তিক বিশেষজ্ঞ হিশাম আল হাশিমি বলেন, তিনি রাশিয়ার দাবিতে অবাক হয়েছেন। তিনি বলেন,আবু ইয়াসিন আল মাসরি ও আবু আল-হা আল-মাসরি একই্ ব্যক্তি। রুশরা আসলে আইএসের বিরুদ্ধে নিজেদের লড়াইকে এখন নতুন মাত্র দিতে চাচ্ছে।’

তবে এই দাবি মিথ্যা হলে রাশিয়া বিশ্বাসযোগ্যতা হারাবে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে দাবি করা হয়,রাক্কার ওই বৈঠকে ৩০ আইএস কমান্ডার ও ৩০০ জন সেনা উপস্থিত ছিলো। বিবৃতিতে বলা হয়, কয়েকটি সূত্র মতে আমরা জানতে পেরেছি ওই বৈঠকে আবু বরক আল বাগদাদি উপস্থিত ছিলেন এবং বিমান হামলায় তিনি নিহত হন।’

মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল জন ডোরিয়ান বলেন, ‍বাগদাদির মৃত্যুর ব্যাপারে কিছু জানে না ‍যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সিরিয়ার সরকারও।

/এমএইচ/