‘লন্ডন অচল’ করে দেওয়ার হুমকি

 

979427

গ্রেনফেলের অগ্নিকাণ্ডের ঘটনায় ন্যয়বিচার চেয়ে ডাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে লন্ডন অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবারের দিনটিকে তারা নাম দিয়েছে ‘বিক্ষোভের দিন’ (ডে অফ রেজ)।
গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ আগুনকে নিছক একটি দুর্ঘটনা বলে মানতে পারছেন না অনেকেই। বিক্ষোভকারীরা তাই লন্ডনবাসীকে স্কুল এবং চাকরি থেকে ছুটি নিয়ে সামিল হওয়ার আহ্বান জানান। ফুঁসে উঠেছে জনগণ। তাদের ক্ষোভ গিয়ে পড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র উপর।
এবার সুবিচারের দাবিতে ‘লন্ডন অচল’ করে দেওয়ার হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা। তারা দাবি করেন, বুধবারের এই অগ্নিকাণ্ডের জন্য সুষ্ঠু বিচার চেয়ে তারা এদিন লন্ডনকে অচল করে দেবেন।
গ্রেনফেলের আগুনকে কতৃপক্ষের গাফিলতি হিসেবে দেখছেন অনেকেই। সেখানকার এক কমিউনিটি ব্লগ ওই ভবনের সম্ভাব্য আগুনের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছিল দেড় বছর আগে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকা এক বস্তু ভবনটির সংস্কাকজে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন উঠেছে ভবনটির ফায়ার এলার্ম আর ফায়ার এক্সিট নিয়েও।
লন্ডনবাসী আরও মনে করছে, থেরেসা সরকারের আবাসন মন্ত্রণালয় আগুনের ঝুঁকিজনিত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে । মঙ্গলবার দিনগত রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের তাণ্ডবে ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। মৃত্যুঝুঁকিতে রয়েছেন ১৯। তবে এখনও প্রায় ৭০ জন নিখোঁজ রয়েছেন।
/এমএইচ/বিএ/