কাবুলে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত অন্তত ১

আফগানিস্তানের কাবুলে তিন সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আবারও সহিংসতা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিক্ষোভরতদের ওপর পুলিশ গুলি ছুড়লে একজন নিহত হন।

কাবুলের বিক্ষোভ
তিন সপ্তাহ আগে কাবুলে বড় ধরনের গাড়ি বোমা হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকার যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অস্থায়ী একটি ক্যাম্প তৈরি করে সেখানে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার পুলিশ সে ক্যাম্প গুঁড়িয়ে দেয়। সেসময় কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর গুলি ছুড়লে প্রাণহানি হয়।

আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ জানিয়েছেন, পুলিশের ওই অভিযানে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। নতুন করে এ সহিংসতার তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি।

আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, ‘এ ধরনের ঘটনা সরকার ও জনগণের মধ্যকার আস্থা নষ্ট করে।’

তবে সরকারের পক্ষ থেকে একজন নিহত হওয়ার কথা জানানো হলেও নিহতের সংখ্যা ২ বলে দাবি করেছে বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ধারাবাহিকভাবে হামলা হয়েছে। নিরাপত্তা ইস্যুগুলো শনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে দায়ী করে থাকে অনেকে। গত ৩১ মে আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল জানবাক স্কয়ারে বোমা হামলার পর সে ক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। একে'ইতিহাসের অন্যতম বড় হামলা'বলে মনে করা হচ্ছে। হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এ হামলার পর থেকে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। গত ২ জুনের বিক্ষোভেও পুলিশ গুলি ছুড়লে কয়েকজন নিহত হয়।

/এফইউ/