কাশ্মিরে পুলিশের গুলিতে হিজবুল মুজাহিদিনের ২ সদস্য নিহত

indian_police_30

ভারতীয় পুলিশ দাবি করেছে, তাদের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিনের দুই সদস্য নিহত হয়েছেন। পুলিশের দাবি অনুযায়ী, মঙ্গলবার রাতে কাশ্মিরের দক্ষিণে বারামুল্লাহ জেলার সোপর শহরে ওই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

নিহতদের নাম বাসিত আহমেদ মীর ও গুলজার আহমেদ। তাদের মধ্যে আহমেদ ইন্দেরগাম পত্তন ও গুলজার ব্রাট সোপরের বাসিন্দা।

পুলিশ দাবি করে, গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে তারা অভিযান চালায়। রাতের বেলা অভিযান বন্ধ হওয়ার কথা থাকলেও তাদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে পুলিশ। এক কর্মকর্তা দাবি করেন, অভিযান শুরুর পরে আটকে পরা হিজবুল সদস্যরা তাদের উপর গুলি চালাতে থাকে। তখনই বন্দুকযুদ্ধ শুরু হয়।

ঘটনাস্থল থেকে দুটি একে রাইফেল, ৫টি ম্যাগাজিন, ১২৪ রাউন্ড গুলি ও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

/এমএইচ/বিএ/