মার্কিন নির্বাচনে ২১ অঙ্গরাজ্যে হ্যাকিংয়ের চেষ্টা করেছিলো রাশিয়া: হোমল্যান্ড সিকিউরিটি

_96587047_mediaitem96587046

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অন্তত ২১টি অঙ্গরাজ্যে হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছিলো রাশিয়া। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিষয়ক কর্মকর্তা জেনেট ম্যানফ্রা সিনেট প্যানেলের শুনানির সময় এ তথ্য দেন। তবে কোন কোন অঙ্গরাজ্যে এিই ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি কিছু জানাননি। মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত করা একটি সিনেট প্যানেলের কাছে সাক্ষ্য দেওয়ার সময় জেনেট ম্যানফ্রা বলেন, তার কাছে প্রমাণ আছে মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং প্রচেষ্টার।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ২১টি রাজ্যের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থায় প্রমাণ পেয়েছি, যা আসলে তাদের লক্ষ্যবস্তু ছিল।’

শুনানিতে কোন কোন রাজ্যে হ্যাকিং হয়েছিল সেগুলো প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণা পর্ব চলাকালে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। তবে এই হ্যাকিং-এ প্রকৃত ভোটের ব্যালট পরিবর্তিত হওয়ার কোন প্রমাণ নেই।

সিনেটের গোপন এই শুনানিতে মার্কিন নির্বাচনী ব্যবস্থার সার্বিক অখণ্ডতার বিষয়ে নিজের আস্থার কথা তুলে ধরেন এই নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, তার সংস্থার পক্ষে ভোটের হিসেব পরিবর্তনের প্রচেষ্টা সনাক্ত করা সম্ভব যদিও ভোটিং মেশিনের ফরেনসিক পরীক্ষা চালানো হয়নি বলে স্বীকার করেন মিজ ম্যানফ্রা।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে রুশ সংযোগের কথা বলে আসছিল। এ বিষয়ে আলাদা তদন্ত করছে এফবিআইও। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

/এমএইচ/