কানাডীয় স্নাইপারে ২ মাইল দূর থেকে আইএস সদস্যকে হত্যা

_96596798_gettyimages-57492657

কানাডার বিশেষ বাহিনীর এক স্নাইপার ২ মাইল দূর থেকে গুলি করে এক আইএস সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত মাসে ইরাকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।
সামরিক সূত্রের বরাতে কানাডার সংবাদমাধ্যম গ্লোব এন্ড মেইল জানায়, য়েন্ট টাস্কফোর্স টু এর ওই সেনা একটি উচু ভবন থেকে গুলি চালায়। গুলিটি প্রায় ১০ সেকেন্ড পরে আঘাত আইএস সদস্যের দেহে আঘাত হানে

কানাডার সামরিক সূত্র জানায়, গুলিতে অবশ্যই একজন আইএস জঙ্গি নিহত হয়েছে। বোমা হামলার চেয়ে স্নাইপারের মাধ্যমে হত্যা করাটা কার্যকরী। কারণ এতে বেসামরিক নিহত হওয়ার ঝুঁকি অনেক কম। আর আইএস জানতেও পারবে না আসলে কি হচ্ছে।’স্পেশাল অপারেশন্স কমান্ডও বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে। ভিডিওতে ধারণকৃত এই ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে দূরতম স্থান থেকে গুলি করে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, এতো দূর থেকে লক্ষ্যভেদ করা যথেষ্ট কঠিন। কারণ সেসময় বাতাস, গুলির বারুদ এমনকি মধ্যাকর্ষণ শক্তির  বিষয়েও খেয়াল রাখতে হয়।

/এমএইচ/বিএ/