পাকিস্তানে গাড়িবোমা হামলায় পুলিশসহ নিহত ৯

7ab84dbf17374b9c97a06077d9bb5298_18

পাকিস্তানের কোয়েটায় প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের কাছে এক গাড়িবোমা হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আকবর জানান, ওই্ হামলায় পাঁচ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আল-জাজিরাকে স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা আলি মারদান বলেন, ‘পাঁচ পুলিশসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা স্প্লিন্টারে মারাত্মকভাবে জখম হয়েছে।’ এই ঘটনায় কোনও গুলিবর্ষণ হয়নি বলেও জানান তিনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আনোয়ারুল হক কাকার বলেন, প্রাথমিকভাবে আমরা জানি যে চেকপোস্টে তল্লাশির জন্য গাড়ি থামানো হলে তখন সেটার বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে টয়োটা করোলার মডেলের একটি গাড়ি পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে আসে। তখন পুলিশরা তল্লাশির জন্য গাড়ি থামালে সেটা বিস্ফোরণ ঘটানো হয়।

/এমএইচ/