পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত ৩০

Parachinarপাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার কোয়েটায় গাড়িবোমা হামলা এবং পারাচিনারে জোড়া বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। পারাচিনারে জোড়া বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোয়েটায় একটি তল্লাশি চৌকিতে একটি গাড়িকে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় গাড়িটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত পুলিশ সদস্যও রয়েছেন।

বেলুচিস্তানের প্রাদেশিক পুলিশের মহাপরিচালক আবদুল রাজ্জাক চিমা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেন, থামানোর সংকেত দেওয়ার পরপরই গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

কোয়েটায় হামলার দায় স্বীকার করেছে জামাত উর আহরার নামের একটি জঙ্গিগোষ্ঠী।

এদিকে পাকিস্তানের পারাচিনার শহরে জোড়া বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী শহরটির একটি বাজারে তিন মিনিটের ব্যবধানে জোড়া বোমার বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কেউ পারাচিনার শহরে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এদিকে সিরিজ বিস্ফোরণের ঘটনায় স্থানীয় হাসপাতালগুলোতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। পারাচিনার শহরে অবস্থিত জেলার প্রধান হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সাবির হুসেইন। বিদ্যমান পরিস্থিতিতে তিনি সবার সাহায্য কামনা করেছেন।

সাবির হুসেইন জানান, আহত বিপুল সংখ্যক মানুষকে সেবা দেওয়ার মতো অবস্থা তার হাসপাতালের নেই।

/এমপি/এসএনএইচ/