অনিরাপদ ভবন থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগে সমর্থন টিউলিপের

টিউলিপ সিদ্দিকনর্থ লন্ডনের একটি অনিরাপদ হাউজিং এস্টেট থেকে শতাধিক পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এমন উদ্যোগে সমর্থন জানিয়েছেন লেবার পার্টি থেকে নির্বাচিত ওই এলাকার এমপি টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নী টিউলিপ সিদ্দিক বলেন, এ ব্যাপারে স্থানীয় ক্যামডেন কাউন্সিলের সিদ্ধান্ত সঠিক।

নিজের অবস্থানের পক্ষে সম্প্রতি লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের কথা তুলে ধরেন টিউলিপ। গত ১৪ জুন ওই ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জন নিহত হন।

টিউলিপ সিদ্দিক বলেন, আপনি যদি মনে করেন কেউ বিপদে আছেন, বিশেষ করে গ্রেনফেল এলাকায়; তাহলে আপনাকে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। আমাদের বৈঠকে বাসিন্দাদের অনেকেই তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। ক্যামডেন কাউন্সিল এবং লন্ডন ফায়ার ব্রিগেড ঠিক কাজটিই করেছে। তারা ভবনের অভ্যন্তরীণ যন্ত্রপাতি পরীক্ষা করে দেখেছেন, সেটি বসবাসের উপযোগী নয়।

Chalcots estate 03

লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ বলেন, ভবনের অভ্যন্তরীণ যন্ত্রপাতি পরীক্ষার ভিত্তিতে তারা একটি সিদ্ধান্তে এসেছেন। তবে ৮০০ পরিবারকে নতুন বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া কাউন্সিলের জন্য খুব সহজ নয়; যেটা আমরা করেছি। কিছু মানুষের কাছে এটা নাটকীয় মনে হতে পারে। কিন্তু আপনি যদি একটা দায়িত্বশীল পদে থাকেন সেক্ষেত্রে আপনিও সঠিক সিদ্ধান্তটিই নেবেন।

এর আগে শুক্রবার চালকট এস্টেট নামের অনিরাপদ ওই হাউজিং-এর প্রায় ৮০০টি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় স্থানীয় ক্যামডেন কাউন্সিল। গ্রেনফেল টাওয়ার ট্রাজেডির পর ভবনটিতে নিরাপত্তা পরীক্ষা শেষে এ সিদ্ধান্তে উপনীত হয় স্থানীয় কাউন্সিল।

২০১৬ সালের মে মাসে লন্ডনের গ্রেনফেল টাওয়ারে সংস্কারকাজের সময় ভবনটির বাইরে বৃষ্টি প্রতিরোধী অ্যালুমিনিয়াম প্যানেল ব্যবহার করা হয়। অগ্নিনিরাপত্তাজনিত কারণে ৪০ ফুটের বেশি উঁচু ভবনে বৃষ্টি প্রতিরোধী প্রলেপ বা ক্ল্যাডিং ব্যবহার করা নিষিদ্ধ। ক্যামডেন কাউন্সিল এলাকার এই হাউজিং এস্টেটটিতেও একই ধরনের ক্ল্যাডিং ব্যবহার করা হয়েছে।

ক্যামডেন কাউন্সিলের লেবার পার্টির নেতা জর্জিয়া গোল্ড বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাউন্সিল অত্যন্ত দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস জানিয়েছে এখানকার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। এর ভিত্তিতেই কাউন্সিল সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

/এমপি/