মসুল ‘জয়ের দ্বারপ্রান্তে' ইরাক, মুক্ত হচ্ছেন বেসামরিকরা

download (1)

ইরাকের মসুল পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে রয়েছে ইরাকি বাহিনী। বেসামরিক নাগরিকদের পালানোর জন্য একটি রাস্তা খুলে দিয়েছে তারা। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার মসুল থেকে শত শত বেসামরিক নাগরিক পালাতে সক্ষম হয়েছে। আর মার্কিন প্রশিক্ষণ প্রাপ্ত ইরাকি বাহিনী আইএসের শেষ ঘাঁটির দিকে অগ্রসর হচ্ছে।
ইরাকি বাহিনীর আশা ঈদেই মসুল পুনরুদ্ধারের ঘোষণা দিতে পারবে তারা। 

শুক্রবার আইএসের দখলকৃত ইরাকের মসুল শহর খুব শিগগিরই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।  গত তিন বছরে প্রতিনিয়তই তাদের দখল হারিয়েছে আইএস। মসুলই ছিলো তাদের শেষ ঘাটি। ধারণা করা হচ্ছে সেখানেই চূড়ান্তা লড়াই হবে। মসুলে প্রায় দেড়লাথ বেসামরিক আটকা পরে আছে। জাতিসংঘের মতে তাদের অবস্থা খুবই ভয়াবহ। গত আটমাস ধরে মসুল পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী।

লড়াইয়ে অনেক বেসামরিকরা পালাতে সক্ষম হলেও প্রাণও দিতে হচ্ছে অনেককে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে, সাম্প্রতিক লড়াইয়ে ইতোমধ্যে ১২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন শতাধিক।

ইরাকে দায়িত্বরত জাতিসংঘের মানবিাধিকার কমিশনের সমন্বয়ক লিসা গ্রান্দে বলেন, মসুলের পুরোনো শহরে তীব্র লড়াই চলছে। প্রচন্ড ঝুঁকিতে রয়েছেন বেসামরিকরা। হাজার হাজার বেসামরিককে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস জঙ্গিরা। শিশুসহ শতাধিক বেসামরিক গুলিবিদ্ধ হয়েছেন।

/এমএইচ/বিএ/