কাতারে ইয়েমেনি রাষ্ট্রদূত বরখাস্ত

doha-qatar

দোহায় নিযুক্ত ইয়েমেনি রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে কাতার। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল মাসদারে এর এক প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের কর্মকর্তাদের দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে।

৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।

তবে সৌদির এই পদক্ষেপকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বুহ মানসুর হাদির নেতৃত্বাধীন সরকার। এরপরই কাতার তাদের দূতাবাস বন্ধ করে দিলো। ২০১৫ সালের মার্চে ইয়েমেনর হাউতি যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দেয় কাতার। ৫ জুন সেই জোট থেকেও কাতারকে বাদ দেয় রিয়াদ।

/এমএইচ/