জম্মু-কাশ্মিরে ক্যাবল কার দুর্ঘটনা, ৭ জনের প্রাণহানি

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে কেবল কার দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওই ক্যাবল কারের ওপর গাছ ভেঙ্গে পড়লে কারটির তার ছিঁড়ে যায়। কয়েকশ ফুট নিচে মাটিতে গিয়ে পড়ে কারটি। গুলমার্গ এলাকায় রোববার এ দুর্ঘটনা হয়।কাশ্মিরের ক্যাবল কার

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঝড়ো বাতাসে গাছটি ভেঙ্গে তারের উপর পড়ে। তারা জানিয়েছে, এখনও সেখানে আরও ১৫টি কেবল কার ঝুলন্ত অবস্থায় আছে। সেগুলোতে আটকা পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে বলে জানান স্থানীয় এক কর্মকর্তা।

১৯৯৮ সাল থেকে গুলমার্গে শুরু হওয়া গনডোলা কেবল কার সার্ভিস শুর হয়।এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার সার্ভিস।  সার্ভিসটিতে প্রথমবারের মতো এ ধরনের দুর্ঘটনা ঘটলো। 

ঘটনার সমালোচনা করে এক টুইটে জাম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, ‘ঝড়ো হাওয়ার মধ্যেও কেন কেবল কার সার্ভিস চালু রাখা হয়?’

নিহতদের মধ্যে রাজধানী দিল্লির একটি পরিবার রয়েছে। তারা হলেন, জয়ন্ত আনদ্রাস্কর ও তার স্ত্রী মানসী আনদ্রাস্কর এবং তাদের দুই কন্যা আনাহা ও জাহ্নবি। মুখতার আহমেদ নামে একজন গাইডও মারা গেছেন।

পর্যটকদের কাছে গনডোলা কেবল কার সার্ভিস খুবই জনপ্রিয়, বিশেষ করে এই সময়ে। দুই স্তরের এই সার্ভিসে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৭৮০ ফুট উপর থেকে পর্যটকরা নিচের পৃথিবী দেখার সুযোগ পান।

/বিএ/