ব্রিটিশ পার্লামেন্টে সাইবার হামলা

সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট।  সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, এমপিদের ৯০টি ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় রুশ সরকারকে সন্দেহ করছে যুক্তরাজ্য।3500

 

প্রতিবেদনে বলা হয়, এই তদন্তকাজ প্রাথমিক অবস্থাতে থাকলেও রাশিয়াকেই সন্দেহ করা হচ্ছে। শুক্রবার এই হামলার কথা প্রথম জানা যায়। পার্লামেন্টের এক মুখপাত্র জানায়, পার্লামেন্ট সদস্যদের  মোটামোটি ৯০টি  ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে।

হামলার পর গোয়েন্দারা এমপিদের ইমেইল বন্ধ করতে বাধ্য হন। হামলার শিকার নেটওয়ার্কটি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ সব এমপিই ব্যবহার করেন।  নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা কোনও ছোট হ্যাকিং গ্রুপ এই কাজ করেনি। বরং কোনও রাষ্ট্রেরই হ্যাকিংয়ে জড়িত থাকার সম্ভাবনা বেশি।

এক্ষেত্রে তাদের সন্দেহ রাশিয়া, উত্তর কোরিয়া, চীন এবং ইরান। এক সূত্র জানায়, এটা বড় হামলা ছিলো। সম্ভবত কোনও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলাটি সংঘটিত হয়েছে।

/এমএইচ/বিএ/