কিম জং-কে হত্যা করতে চেয়েছিলেন পার্ক গিউন?

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যা করতে চেয়েছিলেন বলে গুঞ্জন উঠেছে। জাপানের জাতীয় দৈনিক আসাহি শিম্বুন এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই দাবি করেছে। কিম জং-উনকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া হত্যা করতে চায় বলে গতমাসে অভিযোগ করেছিল পিয়ংইয়ং।কিম জং উন

রাষ্ট্রীয় রুশ সংবাদমাধ্যম আরটি ওই দৈনিকের বরাত দিয়ে জানিয়েছে, ২০১৫ সালে উত্তর কোরিয়ায় ‘নেতৃত্বের পরিবর্তন’ পরিকল্পনায় সই করেন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গিউন-হাই। এ কাজের দায়িত্ব দেয়া হয় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোকে।

জাপানি দৈনিকটিতে প্রকাশিত খবরে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, কিমকে হত্যার জন্য সড়ক দুর্ঘটনা বা ট্রেনের বগি লাইনচ্যুত করার ঘটনা সাজানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ছাড়া, উত্তর কোরিয়ায় অভ্যুত্থানের পরিকল্পনাও নিয়েছিল গিউন-হাই প্রশাসন।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে উদ্বিগ্ন হয়েই দৃশ্যত দেশটির নেতাকে হত্যা করতে চেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট।  তবে সে পরিকল্পনা বাস্তবায়েনর আগেই দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত হন পার্ক গিউন-হাই।

নয়া প্রেসিডেন্ট মুন –জোয়ে ইন উত্তর কোরিয়ার নেতাকে হত্যার পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে দাবি জাপানি দৈনিকটির।

/বিএ/