সিরিয়ান অবজারভেটরি

আইএস-এর হাতে বন্দিদের ওপর মার্কিন জোটের হামলা, নিহত ৫৭

বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে ৫৭ জনের প্রাণহানি হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মার্কিন জোটের হামলায় তাদের প্রাণহানি হতে পারে। তবে জোটের পক্ষ থেকে এখনও হামলার কথা স্বীকার করা হয়নি।

মার্কিন জোটের হামলা

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক খবর থেকে এ কথা জানা গেছে। তারা বলছে, আইএস-নিয়ন্ত্রিত আল মায়াদেন শহরে এই হামলা চালানো হয়েছে। মার্কিন জোট সেখানে যে ভবনটিতে হামলা চালিয়েছে, সেটি ব্যবহৃত হতো ছিল আইএস-এর হাতে বন্দি মানুষদের আটক রাখার কাজে।

সিরিয়ান অবজারভেটরি বলছে, যারাই আইএস-এর শাসন মানতে অস্বীকৃতি জানায়, তাদেরকেই সেই ভবনে আটকে রাখত আইএস। 

মার্কিন জোট এ নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। হামলার কথা স্বীকারও করেনি তারা। তবে দ্রুততার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তারা।
সিরিয়ান অবজারভেটরির হিসেব মতে, মার্কিন জোটের বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮শ বেসামরিক সিরীয় নাগরিকের প্রাণহানি হয়েছে।

/বিএ/