গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ

Gazaফিলিস্তিনের গাজা উপত্যকায় মঙ্গলবার অন্তত তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ওভিজা ওদরায়ি জানিয়েছেন, হামাসের দুটি লক্ষ্যবস্তু এবং গাজার কেন্দ্রস্থলের একটি খালি এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ওভিজা ওদরায়ি বলেন, হামাস যেহেতু গাজা নিয়ন্ত্রণ করছে ফলে সেখান থেকে পরিচালিত যে কোনও হামলার দায়দায়িত্ব হামাসের ওপর বর্তায়।

গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর হামলা ও এতে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা জানিয়েছেন, হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বরাবরের মতোই এ হামলার জন্যও ফিলিস্তিনিদেরই দায়ী করেছে ইসরায়েল। তাদের দাবি, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। পাল্টা জবাব দিতে তাই গাজায় বোমা হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলের এমন দাবি উত্তেজনা ছড়াতে দখলদার বাহিনীর পুরনো খেলা বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র ফাওজি বারহৌম।

উল্লেখ্য, ২০১৪ সালে গাজা উপত্যকায় ৫১ দিনব্যাপী তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন দুই সহস্রাধিক মানুষ। আহত হন ১০ হাজার ফিলিস্তিনি।

/এমপি/