রুশ বিমানঘাঁটি পরিদর্শনে আসাদ

বাশার আল আসাদসিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত রাশিয়ার একটি বিমানঘাঁটি পরিদর্শন করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মঙ্গলবার তিনি হেমিম এলাকায় অবস্থিত ওই ঘাঁটিটি পরিদর্শন করেন। এই প্রথমবারের মতো তিনি সিরিয়ার মাটিতে থাকা রুশ ঘাঁটিটি পরিদর্শন করলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ্যমের সরবরাহ করা ছবিতে দেখা যায়, রাশিয়ার তৈরি একটি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমানের ককপিটে অবস্থান করছেন আসাদ। এছাড়া তিনি রুশ বাহিনীর অন্যান্য সামরিক যান পরিদর্শন করেন। এ সময় আসাদের সঙ্গে ছিলেন রাশিয়ার চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ।
২০১১ সাল থেকেই সিরিয়ায় গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। ২০১৫ সাল থেকে জোরালোভাবে এ লড়াইয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নেয় রাশিয়া। ওই সময় থেকে আসাদ বাহিনী সামরিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে মস্কো। আসাদের ক্ষমতায় থাকার পথে অন্তরায়-এমন বিদ্রোহীদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলাও চালিয়েছে মস্কো। এ যাত্রায় রাশিয়া ছাড়াও আসাদের পক্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান।
লড়াইয়ের তীব্রতায় গত কয়েক বছর ধরে কিছুটা আড়ালে থাকলেও কিছুদিন ধরেই বাইরে আসছেন আসাদ। রবিবার হামা শহরে তিনি ঈদের নামাজ আদায় করেন। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তিনি শহরটি সফর করলেন। এছাড়া সম্প্রতি স্ত্রী আসমা আল আসাদ’কে সঙ্গে নিয়ে হামায় আহত নিজ বাহিনীর সদস্যদের দেখতে যান সিরিয়ার প্রেসিডেন্ট।
/এমপি/