যৌন নিপীড়নে অভিযুক্ত পোপ ফ্রান্সিসের সহযোগী জর্জ পেল

পোপ ফ্রান্সিসের সহযোগী ও ভ্যাটিকানের কোষাধ্যক্ষ  জর্জ পেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় মামলা হয়েছে। একাধিক ব্যক্তির কাছে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে সে দেশের পুলিশ। বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন পেল।



ভ্যাটিক্যানের কোষাধ্যক্ষ জর্জ পেলজর্জ পেল অস্ট্রেলিয়ার সবচেয়ে সিনিয়র ক্যাথলিক ধর্মগুরু। কোষাধ্যক্ষ হওয়ায় ভ্যাটিকানের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি।  তার বিরুদ্ধের অভিযোগকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ভিক্টোরিয়া স্টেট পুলিশের ডেপুটি কমিশনার শেন প্যাটন। তিনি বলেন, ‘পেলের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। গত মাসে প্রসিকিউটরদিরে পরামর্শের পরই তারা পেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কার্ডিনাল পেল। ভ্যাটিকান চার্চ থেকে এক বিবৃতিতে বলা হয়, খুব শিগগিরিই অস্ট্রেলিয়া ফিরে যাবেন কার্ডিনাল পেল। সেখানে গিয়েই তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। ডাক্তারের পরামর্শ নিয়েই যাওয়ার তারিখ ঠিক করবেন তিনি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাথলিক চার্চের সমকাম বিরোধিতায় বিগত বিশ বছর ধরে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন পেল। বৃহস্পতিবার এই ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা ছিল তার।
/এমএইচ/বিএ/