ইংলিশ চ্যানেলে দুই নৌযানের সংঘর্ষ

nonameইংলিশ চ্যানেলে দুটি নৌযানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি অয়েল ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রিটিশ কোস্টগার্ড জানিয়েছে, নৌযান দুটি ডোভার-এর উত্তর পূর্বে ১৫ মাইল পর্যন্ত অগ্রসর হলে একটি অপরটির সঙ্গে ধাক্কা খায়। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যের 'রয়্যাল ন্যাশনাল লাইফবোর্ড ইনস্টিটিউশন' (আরএনএলআই)  জানিয়েছে, সংঘর্ষে দুই নৌযানের উভয়টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এগুলোতে থাকা ব্যক্তিদের কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, নৌযান দুটি ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোতে সাগরের পানি প্রবেশের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখানে দূষণের কোনও আশঙ্কা নেই।
উভয় নৌযানই হংকং-এর নিবন্ধনকৃত। তবে এগুলোর ক্রুরা চীন ও ভারতের নাগরিক।
/এমপি/