৬ মাসে ভূমধ্যসাগরে ২০৩০ অভিবাসীর মৃত্যু: জাতিসংঘ

শনিবার প্রায় ৬৫০ অভিবাসীকে উদ্ধার করে ইতালির কাতানিয়া বন্দরে নিয়ে আসা হয়
ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে চলতি বছরের এ পর্যন্ত অন্তত ২,০৩০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। আর নিরাপদে ইতালিতে পৌঁছাতে পেরেছে ৮৩,৬৫০ জন অভিবাসী। কেবল গত সপ্তাহান্তেই ইতালিতে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যা ১২,৬০০। শনিবার (১ জুলাই) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি এক বিবৃতিতে এসব কথা জানান। অভিবাসী সংকট মোকাবেলায় ইতালিকে সহায়তা দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

২০১৪ সাল থেকে ইতালীয় বন্দর অতিক্রম করেছে ৫ লাখেরও বেশি অভিবাসী। আর এসব অভিবাসীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ইতালি। এই প্রেক্ষাপটে রোমকে সহায়তায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য রবিবার বৈঠকে বসতে যাচ্ছেন ফ্রান্স, জার্মানি ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীরা। আর এ বৈঠককে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসনবিষয়ক কমিশনার দিমিত্রিস আভরামোপোলোস জানান, ২০১৬ সালে ভূমধ্যসাগর হয়ে যত সংখ্যক মানুষ ইতালি পাড়ি দিয়েছে তার তুলনায় এ বছর ইতালিতে যাওয়া অভিবাসীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে যাওয়া অভিবাসীদের বেশিরভাগই লিবিয়া হয়ে পাড়ি জমাচ্ছেন। সাব সাহারান আফ্রিকা, আরব উপদ্বীপের দেশগুলো, মিসর, সিরিয়া এবং বাংলাদেশের অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর গেটওয়ে হিসেবে লিবিয়াকে ব্যবহার করে থাকে। এসব অভিবাসীর কেউ ইতালি যাচ্চেন যুদ্ধ থেকে বাঁচতে, আবার কেউ কেউ যাচ্ছেন দারিদ্রমুক্ত হওয়ার আশায়। তবে ঝুঁকি নিয়ে সাগরপথে পাড়ি দেওয়ার সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

/এফইউ/