ফ্রান্সের মসজিদে আবারও হামলা

ফ্রান্সের একটি মসজিদের সামনে আবারও হামলা হয়েছে। ক্ষিণাঞ্চলের আরাহামা মসজিদের সামনে বন্দুকধারীর ওই হামলায় আটজন আহত হয়েছেন। সোমবার ফরাসি পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ক'দিন আগে হামলার শিকার হয় প্যারিসের এক মসজিদ।_d05cbf54-5f8f-11e7-b1de-0034c3d6ea80



বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় রাতে মুসল্লিরা নামাজ শেষে বের হচ্ছিলেন। সে সময় হুডি পড়া দুইজন মসজিদের সামনে বন্দুক দিয়ে হামলা চালায়।  স্থানীয় সংবাদমাধ্যম লা প্রভেন্সকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, মসজিদের সামনে একই পরিবারের চারজনসহ মোট আটজন আহত হয়েছে। এর মধ্যে একজন সাত বছর বয়সী মেয়েশিশুও রয়েছে।

লা প্রভেন্স সূত্রে বিবিসি আরও জানায়, দুই হামলাকারীর হাতে হ্যান্ডগান ও শটগান ছিলো। তারা রেনাল্ট সিলোতে এসে গুলি ছুড়তে শুরু করে। তবে এখনই একে সন্ত্রাসী হামলা বলতে নারাজ পুলিশ। স্থানীয় প্রসিকিউটরের অফিস থেকে দেওয়া বিবৃতির ভাষ্য: 'অ্যাভিগোনের হামলাকে আমরা সন্ত্রাসী হামলা এখনই বলতে পারছি না। জেলা ম্যাজিস্ট্রেট লরা চবাদ বলেন, স্থানীয় কয়েক তরুণের বিবাদের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।'

এর আগে বৃহস্পতিবার প্যারিসের ক্রিটেল এলাকায় মসজিদের সামনে গাড়ি হামলা চালানো হয়। ওই চালককে গ্রেফতারও করেছে পুলিশ। তবে সেই ঘটনায় কেউ আহত হয়নি।

/এমএইচ