নিউক্লিয়ার সাবমেরিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি ফরাসি সাবমেরিনে সময় কাটিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ‘লা টেরিবল’ নামে ওই সাবমেরিনে থাকা অবস্থায় কয়েকটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

_96807709_2aae7b4e-ebb7-4cc4-8fcf-eb71bc13d2f3

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের মধ্যে ফ্রান্সই ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হবে। কারণ সেসময় ব্রেক্সিট প্রক্রিয়া বের হয়ে যাবে যুক্তরাজ্য।

মঙ্গলবার ম্যা্ক্রোঁকে একটি হেলিকপ্টারে করে লা টেরিবল সাবমেরিনে নিয়ে যাওয়া হয়। সাবমেরিনটি ফরাসি উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছিলো।  পরে ম্যাক্রোঁর অফিস থেকে সাবমেরিনে তার একটি ছবিও দেওয়া হয়।

/এমএইচ