টুইটারে মালালা, একদিনেই ৪ লাখ ‘ফলোয়ার’

স্কুল জীবন শেষ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। শুক্রবার ‘হাই, টুইটার’ লিখে প্রথম টুইটার বার্তাটি পোস্ট করেন সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কারজয়ী ওই পাকিস্তানি নাগরিক। শনিবার এই প্রতিবেদন লেখার সময় তার ফলোয়ারের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

মালালা ইউসুফজাইটুইটারে যোগ দিয়ে দ্বিতীয় বার্তায় তিনি লিখলেন, ‘আজ আমার স্কুলজীবনের শেষ দিন, আর টুইটারে আমার প্রথম দিন।’ টুইটারে যোগ দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই মালালার অনুসারী এক লাখে পৌঁছায়। অনুসারীদের অনেকেই তাঁকে ফিরতি বার্তায় স্বাগত জানান।

১৯ বছর বয়সী মালালা বর্তমানে বিশ্বের সব মেয়েশিশুর স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে মনোযোগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছেন। অপর এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি মেয়ের জীবনের গল্প আলাদা। নারীদের সোচ্চার হতে হবে—আর এটাই হতে পারে সর্বজনীন শিক্ষা ও সমতা প্রতিষ্ঠার যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।’

তালেবানের বাধা সত্ত্বেও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে মালালাকে পাকিস্তানে গুলি করে জঙ্গিরা। তবে প্রাণে বেঁচে যান তখনকার কিশোরী মালালা। এরপর তাঁর চিকিৎসা হয় যুক্তরাজ্যে। আর সেখানেই বর্তমানে পড়াশোনা করছেন তিনি। পেরোলেন স্কুলের গণ্ডি।

/বিএ/